আপনার এই সমস্যার সাথে লিঙ্গের কোন প্রকার সমস্যা নেই। আপনার প্রধান সমস্যা হল নিজেকে কন্ট্রোল করতে না পারা আর উত্তেজনা বাড়ানো মনোভাব থাকা তাই আপনার এই সমস্যা হয়। তাই স্থানীয় কোন যৌন অভিঙ্গ ডাক্তারের সাথে পরামর্শ করুন তিনি আপনাকে ভাল পরামর্শ দিবে যার ফলে এই গুরুতর সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call


দ্রুত বীর্যপাত সমস্যা 100% কার্যকরী ঔষধ

আছে একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের

পরামর্শ গ্রহণ করুন সেই অনুযায়ী ঔষধ

সেবন করলেই দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান

হয়ে যাবে।



দ্রুত বীর্যপাতের 90 শতাংশই মানসিক দুর্বলতার কারনে হয়!!!

বাকি দুর্বলতাকে শারিরিক দুর্বলতা বলে

বিবেচিত করা হয়। মনে অহেতুক ভয় কাজ

করার কারনে পারবো কি, পারবোনা নিজেকে

মানসিক ভাবে কনট্রোল করতে না পারা,

স্ত্রীকে উত্তেজিত করার আগে নিজেই

উত্তেজিত হয়ে যাওয়া। শারিরিক দুর্বলতা

ইত্যাদিতে দ্রুত বীর্যপাত হয়, তাই যথোপযুক্ত চিকিত্সায় সম্পূর্ণ নিরাময় সম্ভব।

একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে।


কিছু প্রয়োজনীয় পরামর্শঃ

=>হাতের ওপর জোর বাড়ানো। অনেক সময় দেখা যায় ছেলেরা যৌন মিলন করার সময় সব বা প্রায় সব ভর পেনিসে দিয়ে থাকে, এতে দ্রুত বীর্য বের হয়ে যেতে পারে তাই হাতে জোর বাড়াতে হবে।

=>আপনার স্ত্রীর সাথে এক পজিশনে বেশিক্ষণ না করে পজিশন বদলাতে পারেন।

=>পেনিস ভিতরে থাকা অবস্থায় যদি আপনার মনে হয় যে এখনি বের হয়ে আসছে তখন আর সোজা ধাক্কা না দিয়ে পেনিস বের করে নিন।

আপনার স্ত্রীকে আদর করুন। স্বাভাবিক হলে আবার শুরু করেন।

=>কনডম ব্যবহার করে যৌন মিলন করুন

স্বাভাবিকের চেয়ে বেশিক্ষণ মিলন করতে

পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ