আমার বয়স বর্তমানে ১৭ বছর প্রায় ৩বছর অতিরিক্ত হস্তোমৈথুন করেছে।ছোটকাল থেকেই প্রচুর খেতাম তাই অতটা চেহারা বা শরীরের ক্ষতি হয়নি কিন্তূ হঠাৎ ১দিন দুর্বলতা ফিল করি, হার্টবির্ট বেড়ে গেছে বুক ধরপর করে বর্তমানে সমস্যাটা হচ্ছে, প্রশ্রাব করলে প্রশাবে কেমন জানি একটা গন্ধা পাওয়া যায় মনে হচ্ছে ধাতু ক্ষয় হচ্ছে,এছাড়া মাজা কোমড় ব্যাথা করছে বুক ধরপড় দুর্বলতা ফিল করছি, আমি এখন হস্তোমৈথুন ছেড়ে দিয়েছি আমার ওজন ৭০ কেজি, প্রশাব করার পর শরীর কেমন জানি লাগে দুর্বলতা বোধ করি।
শেয়ার করুন বন্ধুর সাথে
MNAli

Call

ভাই আপনি বললেও অভ্যাসটা নিচ্চয় ছাড়েন নাই।

যদি ছেড়ে থাকেন তবে নিন্মের ঔষধ খেতে পারেন।

xtral 10 mg  রাত্রে ১ টা করে।

Ural স্যালাইন  সকালে ১ টা  রাত্রে ১ টা।

ইসুবগুলের ভূষি সকালে খালি পেটে  রাত্রে শোয়ার আগে।

কাচা ছোলা ভিজানো।

ঠিক হবে ইনশাআল্লাহ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ