সঠিক উওর দিবেন ডিগ্রী আর অনার্সের ভিতরে পার্থক্য কতটুকু।ডিগ্রী পাশ করার পর কি পড়লে বা কতটুকু পড়লে অনার্সের সমমান হয়।আর অনার্স বা ডিগ্রীর পর মাষ্টার্স করতে কোনটার কত সময় লাগে?
শেয়ার করুন বন্ধুর সাথে

ডিগ্রী ও অনার্স সমমান হিসেবে বিবেচিত হয় ।তবে বহু চাকুরীতে ডিগ্রী + মাস্টার্স না হলে বিবেচনা করে না । ডিগ্রী তিন বছর মেয়াদি , মাস্টার্স ২ বছরে । আর অনার্স কোর্স ৪ বছর , মাস্টার্স ১ বছর মেয়াদি । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দু'য়ের মধ্যে পার্থক্য তো অনেক

যেমন :

অনার্স ৪ সাধারণত ৪ বছরের কোর্স

আর ডিগ্রী ৩ বছরের হয়,

সার্টিফিকেট ও ভিন্ন হয়

চাকরির ক্ষেত্রেও অনার্স ডিগ্রী'র চাহিদা একটু বেশিই বলা যায়

আর বাংলাদেশে বর্তমানে একটা হিসাব রক্ষক পদের জন্য অনার্স-মাস্টার্স কেই বেশি গুরুত্ব দিচ্ছে,আবার দেখা যায়,কেউ শুধুই অনার্স করেছেন,তাতেও ছোট খাটো কোম্পানীতে কিংবা এমপি ভুক্ত স্কুলে চাকরি হয়ে যায় কিন্তু শুধু ডিগ্রী পাস করলে চাকরি মেলানো বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়,তবে আমি মনে করি কেউ যদি ডিগ্রী করে তাহলে মাস্টার্স না করা পর্যন্ত সেই ডিগ্রী (পাস) এর তেমনটা মূল্যায়ন করে না,তাই আমার দৃষ্টিকোণ থেকে,ডিগ্রী থেকে অনার্স ভালো..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ