Facebook এ একজন আমার সাথে খারাপ ব্যবহার এবং গালা-গালি করায় আমি চায় তার আইডিটা নষ্ট করে দিতে, যাতে সে Facebook এ আর আসতে না পারে। কীভাবে করব? আমার ১০টা আইডি আছে।
Share with your friends
Mojammalaj

Call

কম পক্ষে 20-30 জন মিলে যে কারো আইডি এর জন্য অভিযোগ করলে তার আইডিটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। মানে ফেসবুক কর্তৃপক্ষ ঐ আইডিটা ডেক্টিবেট করে দিবে। একেত্রে 10 জনে হবে না।

Talk Doctor Online in Bissoy App

আপনি আপনার ১০ টা আইডি দিয়ে

ঐ আইডিতে রিপোর্ট করুন।

তাহলে ফেসবুক কতৃপক্ষ ঐ আইডির বিরুদ্ধে ব্যাবস্থা

নিবে।

Talk Doctor Online in Bissoy App