শেয়ার করুন বন্ধুর সাথে

লেবু
দিয়ে ব্যাটারি বানানো যায়
টর্চ জ্বালাতে,
রেডিও, টেপ
রেকর্ডার
বাজাতে ব্যাটারি লাগে।
এদের
আমরা দেখেছি।
কিন্তু লেবু
দিয়ে ব্যাটারি?
শুনতে অবাক
লাগছেতো? তবে এই
পরীক্ষাটাই
করে দেখা যাক।
উপকরণঃ তামার
শক্ত তার(১ বা১/২
ইঞ্চি লম্বা), একই
মাপেরদস্তার তার,
একটা পাতি লেবু
এবং শিরিষ কাগজ।
কার্যপ্রণালীঃ শিরিষ
কাগজ
দিয়ে তামা এবং দস্তার
তার
ভালো করে ঘষে নিয়ে এবং টাটকা পাতিলেবুর
ওপর ঐ তার
বিধিয়ে দিন।
দুটো তারের
মদ্ধে আধ ইঞ্চির
মত ফাঁক
থাকতে হবে। আর
অর্ধেকটা পরেবেঁধাতে হবে।
এখন
যদি জিবেরডগা দিয়ে তার
দুটোর
প্রান্তএকসঙ্গে স্পর্শ
করা যায়
তবে জিবে হালকা একটা চিনচিনে অনুভুতি টের
পাওয়া যাবে। এখন
এই তারের
সাথে বাল্ব সংযুক্ত
করে তা জালানো যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ