#Windows_10

#MS_Word_2016

#Bangla_Font


আমি WIndows 10 এ office 2016 ইউজ করছি। বাংলা Word এ অভ্র দিয়ে বাংলা লেখার পর তা সিলেক্ট করে "Ekushey Punarbhaba, Ekushey Puja, Ekushey Sharifa..." এই ফন্ট গুলা ইউজ করতে চাইলে ফন্ট চেঞ্জ হচ্ছে না। কিন্তু " Ekushey Shimanto, Ekushey Sumon, Ekushey Mukto..." এই ফন্ট গুলা ঠিকই ইউজ করা যাচ্ছে। Office 2013 তে মাঝে মাঝে এই সমস্যা করত। কিন্তু 2016 এ তো এই ফন্ট গুলা ইউজ ই করা যাচ্ছে না। 


can anyone help me??? plzzz


Share with your friends
Call

কম্পিউটারে টাইপিং এর জন্য ফন্টবক্সে যে সকল

ফন্ট থাকে ঐ সকল ফন্ট এন্ড্রয়েড এ ব্যাবহার

করার কোনো অপশন/উপায়/সফটওয়্যার নেই।

তবে Android এর ফন্ট সফটওয়্যার  ব্যাবহার করে

কম্পিউটারে মতো কিছু কিছু ফন্ট এনড্রেয়েডে পাওয়া

 যায়।

উদাহরন স্বরূপ - এই সফটওয়্যার টি...

Talk Doctor Online in Bissoy App

ms word এর মধ্যে নির্দিষ্ট কোনো font দিয়ে কিছু লেখতে হলো সেই font টি আগে control panel এর font অপশনে থাকতে হবে । না থাকলে তা কোনো ভাবেই লেখা যাবে না । সথাসম্ভব আপনার এই সমস্যাই হয়েছে । অতএব আপনি বিভিন্ন ফন্ট কালেকশন করে ফন্ট অপশনে রাখেন, আশা করি ঠিক হয়ে যাবে ।

Talk Doctor Online in Bissoy App