আমার এস এস সি মার্কশিট আমি একটি বেসরকারি পলিটেকনিকালে ভর্তি হওয়ায় বিধায় দিতে হয়েছে এখন আমার আর ইচ্ছা নেই ওখানে পড়ার আমার মার্কশিট জন্য আবেদন করেছি কিন্তু ওরা বলে ওইটা নাকি বোর্ড চলে গেছে আমার কাছে কপি মার্কশিট আছে আমি কি কপি দিয়ে কম্পিউটার দোকানে আসল মার্কশিট বাহির করতে পারবো কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
*** কম্পিউটারের দোকান থেকে অরজিনাল
মার্কসিট বের করতে পারবেন না। অরজিনাল
মার্কসিট শুধুমাত্র শিক্ষাবোর্ড কর্তৃক দিতে পারে।
 আর হ্যা, আপনি যে প্রতিষ্ঠানে পড়ার জন্য
মার্কসিট দিছেলেন সেখানে ভর্তি বাতিল করুন,
তারা মার্কসিট  দিতে বাধ্য তাহলে। আর মার্কসিট
আপনাকে উক্ত প্রতিষ্ঠান দিতে চাচ্ছে না তাই
অজুহাত দেখাচ্ছে যে মার্কসিট বোর্ডে জমা রয়েছে।
আশা করি বুঝেছেন।
আরও একটি বিষয় হলো উক্ত মার্কসিট টি না
পেলে বিকল্প ভাবে বোর্ড  থেকে আরেকটি
মার্কসিট ওঠাতে পারবেন ফটোকপি দিয়ে তবে
অনেক কিছু প্রক্রিয়া করে এই  ছাড়া অন্য কোন
ভাবেই নতুন আরেকটি মার্কসিট (অরজিনাল)
পাবেন না, কোন কম্পিউটারের দোকানদারও নয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ