আমি মাদ্রাসা হতে 4.31 নিয়ে hsc বিজ্ঞান বিভাগে এবার পাশ করলাম,বেসরকারি বিশ্ববিদ্যালয় সাভার এর গন বিশ্ববিদ্যালয় এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ খরচ ৪বছরে ২লাখ ৬০হাজার টাকা।এবং মিরপুর এর bubt বিশ্ববিদ্যালয় এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ খরচ ৩লাখ ৭৫ হাজার টাকা।এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ খরচ ৪লাখ ৩৬ টাকা।এখন আমি কোনটা বিষয় নিয়ে পড়বো,যাতে পড়ে ভাল বেতনে ভাল জব করতে পারি। আর কম্পিউটার ইঞ্জিনিয়ার এ পড়লে কোন বেসরকারি কোন বিশ্ববিদ্যালয় এ পড়লে ভাল হবে, এ দুটার মধ্য বা অন্য কোথাও।নতুবা এ রেজাল্টে কি করতে পারি,যাতে অল্প সময়ে লিখাপড়া করে ভাল বেতনে ভাল জব করতে পারি,এবং জিবনকে সার্থক করতে পারি?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্রগ্রাম।উপরোক্ত ইউনিভার্সিটিগুলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ (আই ই বি) মেম্বারশীপ। এসব ইউনিভার্সিটি থেকে বি এস সি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আপনি আপনার নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন।তাই উপরোক্ত ইউনিভার্সিটি থেকে পড়লে সবচেয়ে ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ