ইলেস্ট্রেটরে কোনটায় ভালভাবে কাজ করা যায় cs 6 cs 10 na cs 11
Share with your friends
গ্রাফিক্সের জন্য ইলাস্ট্রেটরের মধ্যে ইলাস্ট্রেটর সিসি ২০১৫ ভার্সন সবচেয়ে ভালো। কারণ আপডেট দিয়ে শিখলে ভবিষ্যতে কোনো রকম অপ্রস্তুত অবস্থার সম্মুখীন হতে হবে না। তাছাড়াও সবচেয়ে মজার ব্যপার হচ্ছে খুব সহজ এবং দ্রুত সব কাজ করা যায়।image
Talk Doctor Online in Bissoy App

আমার মতে ইলেস্ট্রেটর 10 টাই ভাল হবে। তবে লেটেস্ট ভার্সন হিসেবে আপনি েইলেস্ট্রেটর 11 টাও ব্যবহার করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

১০ টায় হচ্ছে বর্তমান মানসম্পন্ন। কারণ আমরা কোনো কাজ যখন প্রিন্ট করার জন্য কোনো কোনো প্রেস বা দোকানে যাই সেখানে দেখি ১০ টাই ব্যবহার করা হচ্ছে। আর সেই মুহুর্তে  আমি যদি cs বা 11 ব্যবহার করি সেক্ষেত্রে যেটা হবে ফিাইলটি ওপেনই হবেনা। আর  ওপেন হলেও ঝাপসা দেখাবে। আর এর কাজটা করতে গেলে ১০এই সহজ। 

Talk Doctor Online in Bissoy App