শেয়ার করুন বন্ধুর সাথে
TarikAziz

Call

আমি কাগুজে ফুল দিয়ে

- অরুণ কারফা



আমি কাগুজে ফুল দিয়ে

ঘর সাজিয়ে নিয়ে 

বোঝাতে চেয়ে আমার ভালবাসা,

দুঃখ ভরা হৃদয়ে

নিরাশা জাগিয়ে

ভেস্তে দিলেম নকল আশা। 


অপরাজিতা এঁকে কাগজে সাদা 

ডুবিয়ে নিয়ে নীরে মহাসাগরে

করলেম অবয়ব নীল তার, 

জানি না তাই কি না মিতা

ফেলে দিয়ে তারে পথের ধারে 

অসন্তোষে ভরালো মনটা তার। 


অবশেষে, 

স্বাধীনচেতা মন বোঝাতে আমার

বাদামী কাগজে সাগরের ঢেউ এঁকে

বললেম দেখ উঁচু পাহাড়, 

ডানা কেটে দিতে সেই স্বাধীনতার 

শুনতে না পারে কেউ এ ভাবে আমাকে 

গেল বলে, হলেম যুগলে, বন্দী এবার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BelieveBoy

Call

সহজ ফুলের মত যে ফুল ফোটে

হৃদয়ের বাতাসে যার গন্ধ জোটে –

সে তো এক প্রস্ফুটিত ফুল – তুমি জেনো

তোমাকে চিনতে হবে না এতোটুকু ভুল।


যে ফুলের পাপড়িতে সুষমার শব্দ

মনের মাধুরিতে আনে কাব্যের ছন্দ –

সে তো এক অনবদ্য কবিতা – তুমি জেনো

তোমাকে করবো নিত্য পাঠ, সুচরিতা।


যে ফুলের মাটিতে শিকড়ের শান্তি

যে ফুলের শাখায় সবুজের প্রশান্তি –

সে তো এক মানবিক বৃক্ষ – তুমি জেনো

তোমারে ঢালবো নিত্য জল আবক্ষ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ