আমার এক মাসে ১০ কেজি ওজন কমাতে হবে। আমি ভাবতেছি হারবাল ওষুধ খেয়ে ওজন কমাবো। এতে কি কোন পাশ্য প্রতীক্রিয়া কি কি হতে পাতে। প্লীজ জানাবেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

এরুপ হারবাল ঔষধখেয়ে এক মাসে দশ

কেজি ওজন কমানো মানে নিজের  শরির

নিঃশেষ করা দেওয়া, ডাক্তারগন ঔ রকম

হারবাল ঔষধ খেতে নিষেধ করে।

আপনাকে কিছু টিপস দিলাম, এই ওজন

কমাতেঃ


১ম দিন

১টি লেবুর রস ১ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


২য় দিন

২টি লেবুর রস ২ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


৩য় দিন

৩টি লেবুর রস ৩ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


৪র্থ দিন

৪টি লেবুর রস ৪ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


৫ম দিন

৫টি লেবুর রস ৫ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


৬ষ্ঠ দিন

৬টি লেবুর রস ৬ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


৭ম দিন

৩টি লেবুর রস ও এক টেবিল চামচ মধু ১০ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


৮ম দিন

৬টি লেবুর রস ৬ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


৯ম দিন

৫টি লেবুর রস ৫ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


১০ম দিন

৪টি লেবুর রস ৪ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


১১তম দিন

৩টি লেবুর রস ৩ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


১২তম দিন

২টি লেবুর রস ২ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


১৩তম দিন

১টি লেবুর রস ১ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


১৪তম দিন

৩টি লেবুর রস ও এক টেবিল চামচ মধু ১০ কাপ বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে পান করুন।


এই পানীয়টি একবারেই খেতে হবে। তবে একবারে খাওয়াটা যদি কষ্টকর হয় তবে যতটা সম্ভব খেয়ে নিন, একটু জিরিয়ে নিয়ে আবার খান। খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা আগে এই লেবুপানি খাওয়া শেষ করতে হবে। 


লক্ষ্য করুন

গ্যস্ট্রিকের সমস্যায় ভুগছেন এমন কারো জন্য এই ডায়েটটি না করাই ভালো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ