একটি sintu orang এবং আর একটি sintu orang1 | আমার প্রথম একাউন্ট নাকি বিস্ময়ে নীতিমালা ভঙ্গ করেছি বলে আমার সব পয়েন্ট কেটে নেওয়া হয় এবং ব্লক করা হয় | আমি বিস্ময়ের সদস্যর সঙ্গে কথা বলবার জন্য দ্বিতীয় একাউন্ট খুল আমার কি ভুল তা জানার জননো | দ্বিতীয় একাউন্ট দিয়ে আমাকে বলা হয় আপনি বিস্ময়ে নীতিমালা ভঙ্গ করেছেন তার জন্য আপনাকে ব্লক করা হয়েছে এবং দুই দিন পর আমার প্রথম একাউন্টটি ফিরিয়ে দেওয়া হবে | আমি দুই দিন ধরে বিস্ময়কে প্রশ্ন এবং উত্তর দিতে থাকি দ্বিতীয় একাউন্ট থেকে | দুই দিন পর প্রথম একাউন্ট ফিরত পাই এবং সেটায় আমি ব্যবহার করি | সাত দিন পর আমার প্রথম একাউন্ট আবার ব্লক করা হয় | ভুল জানতে আমি দ্বিতীয় একাউন্টটি ব্যবহার করি, আমাকে বলা হয় আপনি যেকোনো একটি একাউন্ট ব্যবহার করুন | আমার অভিযোগ হলো সাত দিন পরে ক্যানো আমাকে জানানো হলো ? আমি এখন কোন একাউন্ট ব্যবহার করবো ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

দুটি একাউন্ট ব্যবহারের কঠোর নিষেধ

থাকলেও কেউ কেউ সেই অন্যায় করে যাচ্ছে।


আপনার দুটি একাউন্ট ব্যবহারের সম্পৃত্ততা

পাওয়ার কারনে, আপনাকে ব্লক করা হয়েছিল।


এবং নির্দিষ্ট শাস্তি দেওয়ার পর আপনার

প্রথম একাউন্ট টি খুলে দেওয়া হয়েছে।


তাই আপনি আপনার যে কোন একটি

একাউন্ট ব্যবহার করুন, প্রথমটা ব্যবহার

করলেই ভাল। তবে আবারো এই রকম

কোন সম্পৃত্ততা পাওয়া গেলে দুটি একাউন্ট


স্থায়ী ভাবে হারাতে পারেন।


আরও সতর্কতা দেখতে এখানে ক্লিক করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ