আমাকে কেউ রসায়ন, পদার্থের কিছু পাঠ বলেন যেখান থেকে ১০০% কমন পরবে।শুধু সৃজনশীল।
Share with your friends
Call

ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ বইটিই পড়া উচিত৷ তারপরও রসায়নের জন্য তুমি ৬ষ্ঠ ,৯ম,১১শ,১২শ ও৭ম চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়তে পার৷ অার পদার্থবিজ্ঞানে যে যে চ্যাপ্টারগুলোতে গাণিতিক ব্যাখ্যা অাছে সেগুলো ভালোভাবে দেখবে৷ সূত্রের বিপরীত প্রতিপাদনগুলো মাথায় রাখবে৷অার ৪র্থ,৭ম,৯ম,১১শ ও ১২শ চ্যাপ্টারগুলো ভালোভাবে ঝাঁলাই করবে৷ বেসিক জানার জন্য "The Royal Scientific Publication" এর গাইডগুলো ফলো করতে পার৷ তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল৷

Talk Doctor Online in Bissoy App