না ভাই ক্ষতি নেই। তবে জেল ব্যাবহার

করলে উন্নত মানের এবং দামি, ভালো ব্রান্ডের

জেল ব্যাবহার করুন। আবার অনেক সময়

দেখা যায় জেল অতিরিক্ত ব্যাবহারের ফলে চুলের

রং নষ্ট হয় এমনকি চুলও উঠে যায়।

সবকথার একটাই কথা- ভাল মানের জেল

ব্যাবহার করুন এবং অবশ্যই নির্দিষ্ট মাত্রার

মধ্যে ব্যাবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArifRobbani

Call

আপনি যদি আপনার চুলে ভালো দামি হেয়ার জেল ব্যবহার করেন তাহলে ক্ষতির সম্ভাবনা নেই ।আবার অতিরিক্ত ব্যবহারে চুল ওঠে যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

ঠিক মত ব্যবহার না করলে প্বার্শ প্রতিক্রিয়া তো অবশ্যই থাকবে | এই সব জেল আসলে এক ধরনের আঠা বলতে পারেন - কিন্তু অনেক হালকা এবং অনেক আঠায় যেসব এসিডিক উপাদান থাকে তা নেই | প্রথমেই বলে নেই - কেউ যদি এই হেয়ার জেল মাথায় তেল দেবার মত করে মাখে, সারাদিন রাখে এবং এই জেল মাথায় নিয়েই ঘুমাতে যায় তবে তার চুলের অবশ্যই ক্ষতি হবে | মেয়েদের যেরকম মেক-আপ রয়েছে, ছেলেদের জন্য সেরকম রয়েছে হেয়ার জেল | মেয়েরা কিন্তু তাদের চোখে কাজল এবং চেহারার মেক-আপ নিয়ে ঘুমাতে যায় না, ছেলেদেরও জেল মাথায় দিয়ে ঘুমানো ভুল হবে | আর একটি ভুল যেটা সবাই করে তা হলো যখন তারা জেল ব্যবহার করে, চুলের গোড়া এবং মাথার চামড়ায়ও জেল লাগিয়ে ফেলে - একাজ করলে মাথার চামড়ার উপর জেলের একটি আবরণ তৈরী হয় যা চামড়াকে বাতাসের স্পর্শ থেকে দুরে রাখে এবং চামড়া থেকে পানি ও তেল নিঃস্বরণ হতে দেয় না | এতে মাথার চামড়ার যে ক্ষতি হয় সে থেকেই চুলের ক্ষতি হয়ে থাকে | জেল ব্যবহার করার সঠিক নিয়ম হলো প্রথমেই - পরিস্কার চুলে ব্যবহার করতে হবে, যাতে বেশি দরকার না পরে এবং জেল চুলের উপর সমান ভাবে লেগে থাকতে পারবে | চুলের গোড়ায় বা মাথার ত্বকে যেন এই জেল না লাগে - এই জন্য হাতের আঙ্গুলে জেল নিয়ে চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কাটতে হবে, শ্যাম্পু করার মত যেন চুলের গোড়া ম্যাসেজ না করা হয় | দরকার হলে আঙ্গুলের মাথায় একটু জেল আলাদা করে নিয়ে চুলের প্রান্ত ধরে টেনে সঠিক স্টাইল করতে পারেন | ঘরে ফিরে এসে এই চুল ধুয়ে ফেলতে হবে, হয় চলন্ত পানির নিচে ৫-৭ মিনিট মাথা ধুতে হবে অথবা পুরো এক গোসল করতে পারেন |মৃদু গরম পানি হলে ভালো হয় | জেল ভালো দেখে কিনতে হবে, অনেক অল্প দামের জেল রয়েছে যাতে কিনা খারাপ উপাদান থাকতে পারে | ভালো ব্রান্ডের নতুন জেল কেনা উচিত, ঠিক মত ব্যবহার করা উচিত আর সময় হলে চুল ধুয়ে ফেললে আশা করি চুলের কোনো ক্ষতি হবে না |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ