ভোল্ট এবং অ্যাম্পিয়ার মধ্যে পার্থক্য এবং এদের বিস্তারিত সংজ্ঞা জানতে চাচ্ছি। 


Share with your friends

Volt হচ্ছে বৈদ্যুতিক মানের একক। যেটা অামাদের বৈদ্যুতিক লাইনে থাকে 220/440

Ampere হচ্ছে বিদ্যুত্প্রবাহের একক। যেটা অামাদের বৈদ্যুতিক যন্ত্র চালিত হতে যে শক্তি খরচ হয় । 

Talk Doctor Online in Bissoy App
SOPIKUL

Call

ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক অর্থাৎ এটি দ্বারা কোনো কোষের বা বৈদ্যুতিক উৎসের শক্তি বোঝায়। আর অপর দিকে Ampere হচ্ছে বিদ্যুত্প্রবাহের একক অর্থাৎ সেকেন্ডে কত হারে কোনো মাধ্যমের ভেতর দিয়ে বিদ্যুত প্রবাহিত হচ্ছে তাকে বোঝানো হয়।

Talk Doctor Online in Bissoy App

ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। এবং ভোল্টেজ হচ্ছে পরিবাহীরর মধ্য দিয়ে ইলেকট্রন কে প্রবাহিত করানোর জন্য যে চাপ বা ফোর্স প্রয়োগ করা হয় তাই হচ্ছে ভোল্টেজ। কারেন্ট এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। পরিবাহীরর মধ্য দিয়ে যে ইলেকট্রন প্রবাহিত হয় তা হচ্ছে কারেন্ট।

Talk Doctor Online in Bissoy App