আমরা যখন কোন নতুন জায়গায় ভ্রমনে বের হই তখন আমরা অনেকেই সঠিক দিক নির্নয় করতে হিমসিম খাই অথবা অনেকেই সঠিক দিক নির্নয় করতে পারে না, কেন??
শেয়ার করুন বন্ধুর সাথে

কিভাবে দিক নির্ণয় করতে হয় সে সম্পর্কে জ্ঞান না থাকায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

আমাদের মস্তিষ্কে Hippocampus নামক অংশে দিক নির্ণয় সম্পর্কিত স্মৃতি সংরক্ষিত থাকে, এটি লং টার্ম মেমরি সংরক্ষণকারী হিসেবে কাজ করে। আপনি যখন নতুন কোথাও যান তখন নতুন স্থানে কেউ বলে না দিলে আপনি বুঝতে পারবেননা যে কোন দিকটা উত্তর, দক্ষিণ ইত্যাদি। এর কারন নতুন স্থানে আপনি যেটুকু স্মৃতি অর্জন করেছেন তা Pre-frontal Lobe নামক অংশে শর্ট টার্ম মেমরি হিসেবে সংরক্ষিত হয়, হিপোক্যাম্পাসে এ স্থানের বিশ্লেষিত তথ্য তৎক্ষণাৎ সংরক্ষিত হয়না। ফলে দিক বুঝতে গিয়ে মস্তিষ্ক ধাঁধান্বিত হয়ে পড়ে। কিন্তু আপনি যদি সূর্যোদয়/সূর্যাস্তের দিকে তাকান তাহলে বুঝবেন পূর্ব-পশ্চিম কোন দিকে এবং তার সাথে মিল রেখে উত্তর-দক্ষিণও চিনে যাবেন, এটা কীভাবে? এর কারন আপনার লং টার্ম মেমোরি জানে যে সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিমে অস্ত যায়। একই ভাবে কেউ কেউ কিভাবে বুঝতে পারেন তার উত্তর হবে তিনি অবশ্যই লং-টার্ম মেমরিতে সংরক্ষিত দিক নির্দেশক কোন অবজেক্ট দেখেছেন বা উপলব্ধি করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ