ফেসবুকে পেজ তৈরী করার সময় নেটওয়ার্ক দূর্বলতার কারণের পেজে শর্টলিংক(http://fb.com/পেজের নাম) দিতে পারিনি। এখন আমি মোবাইল দিয়ে কীভাবে এই শর্টলিংক তৈরী করব এই ব্যাপারে কেউ কী আমাকে সাহায্য করতে পারবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

আপনি অ্যান্ড্রয়েডের ডিফিল্ট ব্রাউজার অথবা অন্যকোন ব্রাউজারে ডেস্কটপ মোড অন করে http://web.facebook.com/username এখানে যান। ড্রপডাউন মেনু থেজে কাঙ্ক্ষিত পেজ সিলেক্ট করুন, ইউজারনেম (আপনার ভাষায় শর্টলিঙ্ক) দিন। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন। এটি শুধুমাত্র একবার পরিবর্তন করা যায়, তাই ভেবেচিন্তে দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Md Ashif

Call

মোবাইল দিয়ে দিতে Puffin browser ব্যবহার করলে ভাল হয়। www.facebook.com/username এ গেলে বক্স পাবেন সেখানে ইচ্ছেমত username (শর্টলিংক) দিয়ে cheak activity তে ক্লিক করে দেখতে পারেন এটা দেয়া যায় কিনা। না হলে অন্যটা ট্রাই করুন। একবার সেটা করলে মাত্র একবার তা চেন্জ করতে পারবেন, তাই সাবধান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ