আমার বয়স ১৭ বছর, কিন্তূ আমি শেয়ার বাজারে কোন শেয়ার কিনতে অনেক আগ্রহী তাই কি কি প্রয়োজন হবে শেয়ার কিনতে ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শুধুমাত্র " বি ও" একাউন্ট খুললেই আপনি শেয়ার ক্রয় করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

শেয়ার কিনবেন কিভাবে? এবং কোনটা ? আমার এই লেখাটি মুলত যার সবেমাত্র শেয়ার ব্যাবসা শুরু করেছেন তাদের জন্য । আপনার শেয়ার কেনার আগে একটু নিচের চেক লিষ্টটা দেখে ভাল করে বুঝে তার পর শেয়ার কেনার সিদ্ধান্ত নিবেন তা হলে আশা করি আপনার কস্টের টাকা মিস হওয়ার সম্ভবনা কম। ১.শেয়ার কেনার আগে ও শেয়ার P/E দেখবেন। এটা অবশ্যই ১৬ এর নিচে হওয়া উচিত্। যত কম হয় তত ভাল। ২.শেয়ার কেনার আগে ও শেয়ার এর NAVদেখবেন। এর সাথে বাজার মুল্যের একটা সামান্জস্ব থাকা উচিত। যার NAV ৩০০ টাকা তার বাজার মুল্যে ৭০০ নিচে হওয়া উচিত। এভাবে হিসাব করবেন। 3. শেয়ার কেনার আগে ও শেয়ার এর EPS দেখুন। এটা যত বেশি হবে তত ভাল। ৪.মোট শেযার এর সংখ্যা দেখুন । কতটুকু জনগনের কাছে দেখুন। প্রতিদিন গ্রহনযোগ্যতা মাত্রায় লেনদেন হয় এমন শেয়ার কেনা উচিত। ৫. লাষ্ট ৫-৬ মাসের খবর দেখুন । ( ডিএসই-র সাইডে দেখুন) কি ভাবে কিনবেন? ধরুন আপনি কোন কোম্পানীর শেযার ৫ লট কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তহলে এক বারে ৫লট না কিনে ২-১ করে কিনুন । প্রথম লট যে দামে কিনেছেন দাম কমলে আরেক লট কিনুন তাতে গড়ে আপনার কেনা শেয়ারের দাম কম পড়বে। বিক্রয় করার সময় ও একই ভাবে ১-২, করে বিক্রয় করুন । কত টুকু কিনবেন? কেনার সময় এক কোম্পানীর শেয়ার একেবারে বেশি করে না কিনে , ২-৩টা কোম্পানীর শেয়ার মিলে কেনা উচিত । তাতে একটা দাম কমে গেলে যদি আরেকটা দাম বাড়ে তাহলে গড় এ লাভ থাকবে। আমি শুধু একটু ধারনা দিলাম, কি ভাবে কিনবেন বা বিক্রয় করবেন পুরু বিষয়টি আপনার নিজের উপর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথম একটি ব্যাংক হিসাব খুলন তারপর যেকোন বোকার হাউজে গিয়ে বি ও একাউন্ট খুলে আপনি আপনার পচন্দ মতো শেয়ার ক্রয় করতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ