কম্পিউটারের ল্যান পোর্ট ইন্টারনেট কানেকশনে ব্যবহ্রত হয়। কিন্তু কিছু কিছু প্রোজেক্টরেও দেখেছি ল্যান পোর্ট আছে। প্রোজেক্টরের ল্যান পোর্ট কি জন্যে ব্যবহ্রত হয়। বুঝিয়ে বলবেন। আবার কিছু টেলিকম দোকানে কম্পিউটারের সাথে টেলিফোন সেট কানেক্ট করা থাকে। এটা কিভাবে করা হয়। এর মাধ্যমে কিভাবে কথা বলা হয়ে থাকে?
Share with your friends

Call

L for Local 

A for Area 
N for Network

যার মাধ্যমে আপনি আপনার পিছি ল্যাপটপ বা কম্পিউটার এর মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন । প্রোজেক্টরেও একই কাজ। টেলিফোনে থাকে BTCL er Broad Band থেকে  ইন্টারনেট ব্রাউজ করার জন্য। কিন্তু টেলিফোন থেকে ব্রাউজ করলে ভালো স্পীড পাওয়া যায় না । 

Talk Doctor Online in Bissoy App