অটো-রিক্সার বাটারিতে এক ধরনের পানি ভরতে হয় ।পানি গুলা টিঊবলের পানি থেকে আলাদা হয় । ওগুলাকে ব্যাটারির পানি বলা হয় । এমনকি কি যন্ত্র যার মাধ্যমে ব্যারাটির পানি বানানো হয় । আমি অই যন্ত্র সম্পর্কে জানতে চাই , কোথায় পাব ? দাম কত , বিস্তারিত বললে খুব ভাল হত । আমার খুব দরকার !
শেয়ার করুন বন্ধুর সাথে
ARZU

Call

ডিস্টিল ওয়াটারের সাথে পাতলা HCl এর মিশ্রণ করা হয়। এটিকে ডিমিনারেল ওয়াটার বলা হয়। এটা ব্যাটারী প্রস্তুতকারক, ডিস্ট্রিবিউটর, হার্ডওয়ারের দোকানে কিনতে পাওয়া যায়।এক লিটার 20/= টাকা। সাদা বোতলে থাকে। অথবা 5 লিটার গ্যালন থাকে।অর্থাৎ হালকা এসিডিয় পানি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ