সন্তানের মধ্যে পিতার রক্ত থাকে বলত এখানে পিতার বংশের উত্তরাধীকারি বোঝান হয়েছে। সন্তানের মধ্যে পিতা-মাতা দুজনেরই রক্ত থাকে বরং ময়ের রক্ত আগে থাকে কারন সন্তান মায়ের গর্ভে মায়ের শরীর থেকে খাদ্য খেয়ে ভুমিষ্ট হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শুধু পিতার রক্ত পায় বিষয় টা এমন নয়।মায়ের যেহেতু ডিম্বাণু থাকে তাই অনেক কিছুই মায়ের মত হয়। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শুক্রানুতে বংশগতি ধারা অব্যাহত রাখার জন্য ডিএন এ এবং ক্রমোজমে থাকে যেটা সন্তানের সকল বৈশিষ্ট্যের জন্য দায়ী। এর জন্য সন্তান পিতার মত হয়ে থাকে। তবে পিতার রক্ত আর সন্তানের রক্ত এক নাও হতে পারে।যেমন পিতা এ গ্রুপের হলেও পুত্র বি গ্রুপের হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সন্তান কার রক্তের গ্রুপ পাবে এটা 100% ভাবে বলা যাবে না। উভয়েরটা মিলিয়েও রক্তের গ্রুপ হয়। আমি ব্যক্তিগত ভাবে বি+ রক্তের অধিকারী। যেখানে আমার বাবার রেক্তের গ্রুপ এ+.।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ