উইন্ডোস ৭ দিসি। এখন মনে হচ্ছে অনেক কিছুই নাই, গ্রাফিক্স কার্ড পাচ্ছি না। আলো কমাতে পারছিনা। এন্ড্র্য়েট এর মত প্লে স্টর আসে কি? থাজলে দয়া করে দিন...............।
শেয়ার করুন বন্ধুর সাথে
ARZU

Call

আপনি উল্লেখ করেন নাই। ল্যাপটপ না ডেস্কটপ। ল্যাপটপ হলে গ্রাফিক্স কার্ড ও সাউন্ড কার্ডের জন্য পৃথক সফটওয়্যার আছে। ইনস্টল করলে সমাধান হয়ে যাবে। ডেস্কটপ হলেও মাদার বোর্ডের সাথে সিডি দেওয়া থাকে সেটি ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
JAShakil

Call

আপনি প্রথমে Driver Easy সফটওয়ারটি ইনস্টল করুন এবং Keygen থেকে কী জেনারেট করে সফটওয়ারটি ফুল ভার্সন করুন । তারপর সফটওয়ারটি দিয়ে স্ক্যান করান । তাহলে আপনার পিসির সকল মিসিং ড্রাইভার দেখাবে । সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করুন । তাহলে আপনার উক্ত সমস্যাগুলো আর থাকবেনা । Driver Easy https://uploadex.com/huzwvnbq42do Keygen https://uploadex.com/fq9mov8g95rx আপনি যদি অন্যান্য সাধারন সফটওয়ার ডাউনলোড করতে চান তাহলে filehippo.com এ যান ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি আপনার পিসিতে মাদার বোর্ড সেট আপ দেন, গ্রাফিক্স কার্ড ও সেট আপদেন, আর প্রিন্টার থাকলে ও সেটা সেটআপ দেন। তাহলে সমাধান হয়ে যাবে। বিঃদ্রঃ প্রতিটি ডিক্স দ্বারা সেট আপ দেওয়া শেষ হলে, কম্পিউটার রিস্টার্ট দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ