Call

এই গেমটি হ্যাক করার কোন নিয়ম| আপনি হয়তোবা অনেকের কাছে শুনে থাকবেন বা দেখে থাকবেন এই হ্যাকের কথা| কিন্তু এই হ্যাক দিয়ে কোন লাভ হয়না| এটি শুধু দেখায় যে সব কিছু বেড়ে গেছে কিন্তু আসলে কিছুই বৃদ্ধি পায়না|

Talk Doctor Online in Bissoy App
AkbarMunna

Call

Clash Of Clans গেমটি বর্তমানে অনলাইন ভিত্তিক জনপ্রিয় গেম। বিভিন্ন সাইটে এই গেমের Gems হ্যাক করে বা গেমটাকেই হ্যাক করে Gems বাড়ানোর কথা বলে বেড়ায়। ওই সকল সাইটে ঢুকলে দেখা যায়, কোন ব্রাউজার বা অন্য কোন Apps দেখায় ডাউনলোড করার জন্য। মূল কথা হল, অনলাইন ভিত্তিক যে সকল গেমের নিজস্ব সার্ভার আছে সেগুলো হ্যাক করা অনেকটাই অসম্ভব।

Talk Doctor Online in Bissoy App

ভাই, বিশ্বাস করেন, এমন কোন সিস্টেম নাই যা আমি ট্রাই করে দেখি নাই! বাজারে জত ক্ল্যাশ অফ ক্ল্যানের জেমস এর হ্যাক অ্যাপলিকেশন আছে, সবই ভুয়া। কোনটাই আজ পর্যন্ত কারো কাজে লাগেনি। তাছাড়া এখন গেমের পলিসি খুব কড়া। কেউ এ ধরণের হ্যাক সফটওয়্যার ব্যবহার করতে গেলে একাউন্ট ব্লক হয়ে যেতে পারে। কথায় আছে- শখের তোলা ৮০ টাকা! তাই সামান্য কিছু টাকা খরচ করে জেমস কেনাটা খুব একটা কঠিন কিছু হবে না। আপনার যদি পেপাল এ ডলার থাকে, তাহলে ভাল। মাস্টারকার্ড বা ভিসা কার্ড দিয়েও পারবেন কিণতে। তবে এই গুলা জোগাড় করা বেশ ঝামেলার। আপনি হয়ত ইতিমধ্যে জানেন বাংলাদেশে যাত্রা শুরু করেছে গ্লোবাল পেমেন্ট সিস্টেম QCard. কীভাবে এটি দিয়ে কাজ করবেন তা বিস্তারিত জানুনঃ ক্ল্যাশ অফ ক্ল্যান জেমস 

Talk Doctor Online in Bissoy App
FaisalAbirr

Call

এই গেমের নিরাপত্তা ব্যবস্থা বেশ জটিল নিজস্ব সার্ভভারে তথ্য সংরক্ষন করে

Talk Doctor Online in Bissoy App