opera তে বাংলা অক্ষর পড়তে পারছি না। যদি ও opera config থেকে use bitmap Yes করি তবে অক্ষর পড়া যায়, কিন্তি তখন অক্ষর গুলো এতো বড় হয় যে phone এর Disppay তে মাত্র ২ থেকে ৩ টি অক্ষর দেখা যায়। ( display of phone 3.5*4)। opera setting এ অক্ষর সাইজ ছোট বা বড় করে কোন কাজ হয়না। আবার config থেকে bitmap No করে দিলে, অক্ষর ছোট হয় But, मागार , কিন্তু অক্ষরের উপর অক্ষর উঠে যায়, ফলে অক্ষর পড়া যায় না। আমি কি করাম? मैय कैया कारु?
Share with your friends

আপনি এই আপারাটি আনইনিস্টল করে আবার ইনিস্টল করে দেখতে পারেন।তাতে ওকাজ না হলে ভারসন পরিবর্ত করে দেখুন।আসা করি ঠিক হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
RazIslam

Call

আপনার মোবাইলের অপেরামিনিতে ফেসবুকে বাংলা লেখা দেখবেন এবং লিখবেন। প্রথমে আপনি আপনার অপেরা মিনির এড্রেসবারে যান এবং অইখানে শুদু “opera:config” লিখে ওকে তে প্রেস করুন। আপনাকে অনেক অপশন দেয়া হবে। সেখানে থেকে একবারে নিচে চলে যাবেন।অইখানে দেখবেন একটা অপশন আছে “Use bitmap fonts for complex script” এটাকে আপনি “No” থেকে “Yes” করে দিন এবং Save এ ক্লিক করুন। এবার আপনি ফেসবুকে যান অথবা রিলোড করুন। ব্যাস কাজ শেষ!!!

Talk Doctor Online in Bissoy App