Call

পরীক্ষাপদ্ধতি: দুটি প্রক্রিয়া চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা নেয়া হয়। তত্ত্বীয় এবং ব্যবহারিক। এছাড়া ভর্তি প্রার্থীকে তত্ত্বীয় এবং ব্যবহারিকে আলাদাভাবে পাস করতে হবে। ড্রয়িং: এ বিভাগে ভর্তিচ্ছুপ্রার্থীদের স্কেচ করতে হয়।অর্থাৎ পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে পেন্সিলের মাধ্যমে সামনে রাখা মডেলটির অবয়ব ফুটিয়ে তুলতে হয়। ডিজাইন: বিভিন্ন কর্ম (ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত) আকার-আকৃতি ও রেখার সমন্বয়ে ‘সাদা-কালো’তে নির্দিষ্ট মাপে ডিজাইন করতে হয়। ফুল, পাতা-লতা, পাখি, রেখা ইত্যাদি সমন্বয়ে ডিজাইন করতে হয়। ডিজাইন আঁকা নির্দিষ্ট কাগজে কালো কালি ও তুলির মাধ্যমে হয়ে থাকে। শিল্পকলা ও সাধারণ জ্ঞান: এক্ষেত্রে বাংলাদেশসহ বিভিন্নদেশের সভ্যতা-সংস্কৃতি, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, সাহিত্য, নাট্যকলা, সঙ্গীত, রাজনীতি, বিজ্ঞান, চলমান খবরা খবর নিয়ে প্রশ্ন করা হয়।

Talk Doctor Online in Bissoy App