আমরা জানি এসি কারেন্ট উঠানামা করে ৷
শেয়ার করুন বন্ধুর সাথে
AC এর বেলা প্রতি সেকেন্ডে 50/60 বার কারেন্ট আল্টারনেটিভ হয়। (বাংলা দেশের জন্য 50 প্রযোজ্য) এর মদ্য 25/30 বার পজিটিভ ও 25/30 বার নেগেটিভ হয়। আমরা জানি একটি লোড (বাতি) চালাতে পজিটিভ ও নেগেটিভ 2 টাই লাগে। এখন দেখুন একটা নেগেটিভ বা নিউট্রাল লোডে সর্বক্ষণ থাকে কিন্তু পজিটিভ বা ফেজ সর্বক্ষণ থাকে না। যখন ফেজ লাইনটি চালু করে দেওয়া হয় তখনি বাতিটি জ্ববলতে থাকে ( আমরা যা দেখি)। আসলে তখন সে অনবরত জ্বলতে থাকেনা। যখন ফেজ তারে পজিজটিভ সাইকেল আসে তখন পজিটিভ পায়  আর নেগেটিভ ত কমন করাই আছে তখন জ্বলে  আর যখন নেগেটিভ সাইকেল আসে তখন 2 সাইডে নেগেটিভ থাকার কারনে নিভে জায়। এই ক্রিয়া টি 25+25=50 বা 30+30=60 বার করেথাকে। তাই আমরা দেখি বাতিটি অনবরত জ্বলছে। সেটা 40 বা 60 বা 100 যাইহোক। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটি বিভবের সাথে সম্পর্ক যুক্ত নয়।কারেন্ট যত হার্টজের হবে বাল্ব সেকেন্ড ততবার জ্বলবে নিভবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ