Unknown

Call

আপনি যে দৃষ্টিকোণ থেকে জিজ্ঞেস করলেন শুধু সে দৃষ্টিকোণ থেকেই বলছি। আসলে এ বিষয়টা এখন আপনি যেরকম ভাবে নিচ্ছেন আপনার সময়ে আপনার মা-বাবাও হয়তো সেরকম ভাবেই নিয়েছেন। পাপ-তাপ যাই হোক প্রেম করবোই.... কিন্তু তারা পরে ঠিকই বুঝতে পেরেছে যে আসলেই ভালোবাসা জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই শুধু কষ্টই দেয়। আর প্রত্যেক বাবা মা-ই সন্তানদের চান। যে কষ্টের অভিজ্ঞতা ভালোবাসা জিনিসটা তাদের দিয়েছে তা যেনো তার সন্তানদের না পেতে হয় সে প্রয়াসেই তারা তাদের প্রেম-ভালোবাসায় বাধাপ্রদান করে। এখন আপনার কাছে এ বাধাপ্রদান করাটা অসহ্য লাগছে, তাদের উপেক্ষা করে আপনি যদি প্রেমে জড়িয়ে পড়েন আর বাস্তবতাটা বুঝতে পারেন তাহলে আপনিও আপনার ভবিষ্যৎ সন্তানদের প্রেম করতে বাধা দিবেন.... এই একটা জিনিসই পুরো বিষয়টায় প্রভাব ফেলছে---

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রবাদ আছে বেড়ার ঐপশের ঘাস সবসময় বশী সবুজ লাগে। তাই কি সত্য না? নিজের কাছের ঘাসগুলো সবসময় জীর্ণ লাগে। কারণ মানুষ নিজের বেলায় অন্যরকমভাবে বিচারভাবনা করে অন্যের জন্য আরেকরকম করে ভাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ