Neobox দিয়ে কিভাবে আয় করা যায়, এটা দিয়ে কি টপইট এ্যাপের মতো মোবাইল রিচার্জ করা যায় ফ্রি ক্রেডিট দিয়ে। বিস্তারিত জানতে চাই
Share with your friends

Neobux এ দুই ধরনের Fixed Advertisements আছে। একটির কালার গোলাপি আর একটি র কালার হুলুদ। হলুদ অ্যাড সব সময় 4 টা করে থাকে। কখনই 4 টার বেশি থাকে না। এই 4 টা অ্যাড- ই হল সবচাইতে important. এই অ্যাড গুলো আগে ক্লিক করে নিবেন অথবা এই অ্যাড গুলো একটাও বাদ দিবেন না।এই অ্যাড না দেখলে আপনার ইনকাম হবে না। Refer থেকে জেভাবে আয় করবেন:- Neobux এর Referral দুই ধরনেরঃ ১) Direct Referral 2) Rented Referral. # Direct Referral : যে রেফারাল আপনার লিঙ্কে ক্লিক করে SIGNUP করবে সেই আপনার Direct Referral. আপনি আপনার লিঙ্ক Facebook/Ptsu/Blog/Website/Ptc Site এ অ্যাড দিয়ে Direct Referral যোগার করতে পারেন। কিন্তু প্রথম দিকে Direct Referral যোগার করা সহজ না।এর জন্যই বলেছি PTC সাইটে সাফল্য পেতে হলে ধৈর্য থাকতে হবে। 5-6 মাস ব্যবহার করার পর এমনি বুঝে যাবেন কি ভাবে Direct Referral যোগার করতে হয়। #Rented Referral : Neobux এ আপনি আরেক ধরনের Referral পাবেন। তার নাম Rented Referral বা RR. মানে হল যাদের কোন upline নাই তাদের বিক্রি করে দেয় Neobux. আপনি এক মাস থেকে শুরু করে 240 দিনের জন্য RR কিনতে পারবেন।ইচ্ছা করলে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।1 মাসের জন্য দিতে হবে 20 সেন্ট প্রতি RR। বেশি দিনের জন্য কিনলে রেট কম।যদি RR প্রতিদিন কাজ করে তবে 1.20 $ আয় করতে পারবেন 1মাসে Per RR। যদি মনে করেন RR ক্লিক করছে না সেক্ষেত্রে 7 সেন্ট দিয়ে Recycle করতে পারবেন।মানে 7 সেন্ট দিয়ে Recycle করলে ঐ Referral পালটিয়ে আরেকটি RR দিয়ে দিবে। 1 টাকা ইনভেস্ট না করে কিভাবে ইনকাম করবেন:- # 1 মাস ক্লিক করার পর আপনি 1$আয় করতে পারবেন।এই 1$ না তুলে(Withdraw না করে) 1$ দিয়ে 5 টি Rented Referral কিনেবন। # 5 টি RR এর কারনে 10 দিনেই আবার 1$ ইনকাম করবেন। ঐ 1$ দিয়ে আবার 5টি RR কিনবেন। # 10 টি RR এর কা্রনে 5 দিনেই আবার 1$ ইনকাম করবেন। ঐ 1$ দিয়ে আবার 5টি RR কিনবেন। # এইভাবে 1মাস RR কিনতে থাকলে যখন 50 টি RR হয়ে যাবে হবে তখন RR কিনা স্টপ করবেন। 20 দিনে 20$ হয়ে যাবে। # এখন 20$ দিয়ে 100 RR কিনুন। এখন 20 দিন পর আবার 30$ জমা হবে আপনার অ্যাকাউন্ট এ। # ঐ 30$ দিয়ে আবার 150 RR কিনুন। সুতরাং এখন আপনার টোটাল 300 RR আছে।( এই কিনা কাটি করতে কিন্তু 3-4 মাস পার হয়ে গেছে। ### এখন থেকে এই 300 RR Extend করতে মাসে 60$ লাগবে। যদি সব RR কাজ করে তবে মাসে 180$ ইনকাম করতে পারবেন। কিন্তু আসলে সব RR সব দিন কাজ করে না। যাই হোক ধরে নিলাম 200 RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে 120$ ইনকাম করতে পারবেন। 60$ দিয়ে 300 RR এর ভাড়া বা Extend করার খরচ। বাকি 60$ বা 4800 বা প্রায় 5000 টাকা মাসে ইনকাম। আপনি এইখান থেকে অনেক রেফার পেতে পারেন এবং আরও আয় করতে পারেন । এই জন্য আপনাকে মেম্বার আপগ্রেড করতে হবে । Standard মেম্বার ছারাও আরও চার ধরনের মেম্বারশিপ ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে…… # Golden # Emerald Sapphire # Plutinam Diamond #Ultimate মেম্বারশিপ অনুযায়ী আপনার রেফারেল রেন্ট করার সিমাবদ্ধতা আছে মেম্বারশিপ ক্যাটাগরি অনুযায়ী আপনার ক্লিক এর আয় এবং রেফারেল আয় এর হার অনেক গুনে বেরে যাবে। পাশাপাশি অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আপনার মেম্বারশিপ ক্যাটাগরি আপগ্রেড করার মাধ্যমে আপনি অনেক ইনকাম করতে পারবেন যা আপনি চিন্তাও করেননি।

Talk Doctor Online in Bissoy App