শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ওয়ার্ক বুক ও ওয়ার্কসীট যে ভাবে সনাক্ত করা যায় ওয়ার্কসীট : Ms-Excel এর ওয়ার্কসীট মূলত column এবং Row এর সমন্বয়ে একটি শীট, ওয়ার্কশীটের কলাম গুলোকে A,B,c ইত্যাদি নামে Row গুলোকে 1,2,3,4 ইত্যাদি নামে চিন্হিত করা হয়, Excel এর ওয়ার্কসীটে রয়েছে ২৫৬ টি কলাম (A থেকে IV) এবং ৬৫৫৩৬ টি Row কম্পিউটারের মনিটরে একসাথে ১১ টি কলাম ও ২২ টি Row দেখা যায়। ওর্য়াকবুকঃ Ms-Excel এর ডকুমেন্ট কে ওর্য়াকবুক বলা হয়। যখনই Ms-Excel রান করা হয়, তখন সবসময় খালি ওর্য়াকবুক কাজের জন্য প্রস্তুত থাকে। একটি ওর্য়াকবুকে একাধিক ওর্য়াকসীট থাকে, সাধারন অবস্থায় ওর্য়াকবুকে ১৬ টি ওর্য়াকসীট থাকে, Ms-Excel এ সহজে এক সীট থেকে অন্য সীটে যাওয়া যায়, ইচ্ছে করলে একই সাথে একাধিক সীটে ডাটা এন্ট্রি করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ