শেয়ার করুন বন্ধুর সাথে

ঈদের দিনের করনীয়ঃ ১। শরীঅতের গন্ডির মধ্যে থেকে যথাসাধ্য সাজ সজ্জা গ্রহন করা । আনন্দ প্রকাশ করা । ২। গোসল করা । ৩। মিসওয়াক করা । ৪। যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা । ৫। অতি ভোরে ঘুম থেকে উঠা । ৬। খুশবু (আতর) লাগানো । ৭। ফজরের নামাজের পর পরই অতি ভোরে ঈদগাহে যাওয়া । ৮। ঈদগাহে যাওয়ার পূর্বে কোন মিষ্টি দ্রব্য খাওয়া । ৯। ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করা । ১০। ঈদের নামায ঈদগাহে পড়া অর্থাত্‍ বিনা উযরে মসজিদে না পড়া । বিঃ দ্রঃ ঈদুল আযহার দিন সকালবেলা কিছু না খেয়ে কোরবানির জবাইকৃত পশুর মাংস প্রথম মুখে দেওয়া মুস্তাহাব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ