Share with your friends

j হচ্ছে একটি কাল্পনিক একক। এটাকে অবাস্তব অংশও বলা হয়। বাস্তব সংখ্যা এবং কাল্পনিক একক, জটিল সংখ্যার উদ্ভাবন করে। j অপারেটর এর মান √-1 ধরা হয় এবং কোন ভেক্টর এর সাথে গুনন উপাদান হিসেবে যুক্ত হয়ে ভেক্টরটির ৯০° ঘড়ির কাটার বিপরীত দিকে ঘূর্ণনের দিক নির্দেশ করে। ইলেক্ট্রনিক্স এ frequency dependent sinusoidal sources এবং vectors এর সমন্বয় সাধনে এটা ব্যবহার করা হয়।

Talk Doctor Online in Bissoy App

j অপারেটর এমন এক অপারেটর যার মান √-1 যাহা কোন ভেক্টরের সাথে মাল্টিপ্লায়িং ফেক্টর হিসেবে ব্যাবহৃত হয়ে উক্ত ভেক্টরের ৯০° বামাবর্তে ঘূর্ননের দিক নির্দেশ করে।

Talk Doctor Online in Bissoy App