শেয়ার করুন বন্ধুর সাথে

খুব ছোট শিশুকে নিয়ে দীর্ঘ ভ্রমণ করতে গেলে অবশ্যই বাড়তি ডায়াপার সঙ্গে নিন, ভিজে গেলে গাড়িতে বা বাসে বসেই পাল্টে দিন ডায়াপার। পাল্টানোর জন্য দরকার হলে একটি পলিথিন সঙ্গে নিন, আরও নিন ময়লা জিনিসপত্র ফেলার জন্য একটি ব্যাগ। চলন্ত গাড়িতে বা ট্রেনে বুকের দুধ খাওয়াতে অসুবিধা হলে তা চেপে একটি বোতলে নিতে পারেন, পরিষ্কার বাটি চামচ ব্যবহার করে খাইয়ে দিতে পারবেন। বাচ্চা যদি তোলা দুধ খায় তাহলে একটা ফ্লাস্ক,গরম পানি,হালকা ন্যাকড়া বা জামা কাপড় , ফিডার তোয়ালে, ছোটখাটো এসব জিনিষ হালকা ঝুড়িতে নিয়ে নিন। মায়ের জন্যও এক্সাট্রা খাবার জামা কাপড় ইত্যাদি সাথে রাখতে হবে। বাচ্চা অনেক সময় দুধ তুলে /বমি করে তাই তার জন্য সাথে পাউডার রাখুন তাহলে দুর্গন্ধ হবেনা। এসব মেনে চললে ভ্রমনে কোন সমস্যাই হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ