শেয়ার করুন বন্ধুর সাথে

কমপক্ষে ১৮ থেকে ২৫ এর মধ্যে l কেননা আমাদের দেশের সচরাচর নিয়ম অনুযায়ী একটি মেয়ে ১৮ বছরে আই.এ পাস করে l আর ২৫ এর মধ্যে একটি মেয়ে নিজেকে একজন সচেতন মানুষ বলে ভাবতে পারে l শুধু তাই ই নয় ,১৮ বছরের পূর্বে একটি মেয়েকে বিয়ে দিলে সংসারিক জীবন ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে বেশী l কারণ এই বয়সে একটি মেয়ে সংসার,স্বামী কিংবা একটি পরিবারের দায়িত্ব নিতে পরোপুরি অপারগ বলে ধরা যায়..এমনকি ১৮ বছরের পূর্বের বিয়েকে বাল্য বিবাহে গণ্য করা যায় l আর বাল্য বিবাহের ফলে একটি মেয়ের শারীরিক এবং মানসিক ভাবে ভারসম্য হারায় l

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ