এর উওর হলো যাবে। ৭০ ডিগ্রী সেন্টিগ্রেডের উপর তাপমাত্রায় বার্ডফ্লু এর জীবানু বেচে থাকতে পারেনা, তাই পুরো সিদ্ধ করা মাংশ বা ডিম খাওয়া যাবে। তবে মাংসের কোনো অংশ কাঁচা থাকলে বা ডিম এর কুসুমও যদি কাঁচা থেকে যায় তবে এ রোগ সংক্রমের আশংকা থেকেই যায়। রান্না করা মাংস নুতন করে বার্ডফ্লু আক্রান্ত হতে পারেনা। তবে পরিবহন এর সময় বিশেষ সতর্কতা গ্রহন করা আবশ্যক, কারন এসব ক্ষেত্রে অসতর্ক হলে বার্ডফ্লুর জীবানু রয়েই যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ