Call

থ্রি-পিন প্লাগে (কম্পিউটার, ইউপিএস ইত্যাদির পাওয়ার প্লাগ) সাধারণত আর্থ বা গ্রাউন্ড পিন বাকী দুইটি পিনের চে লম্বা থাকে। এর কারণ হলো প্লাগটি যেনো সকেটে লাগানোর সময় আর্থ পিনটি সবার আগে কানেক্টেড হয় এবং খোলার সময় সবার শেষে ডিসকানেক্টেড হয়। 
এর ফলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি কোন স্ট্যাটিক চার্জ জমা হয় তা মাটিতে চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত রাখে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এর মুল কারনটা হচ্ছে থ্রি-পিন সকেটের গ্রাউন্ড পোর্টে একটা লক অপশন থাকে যেটা অানলক না হলে বাকি দুইটা পোর্টে প্লাগের পিন ঢুকবে না তাই প্রথমে প্লাগের বড় গ্রাউন্ড পিনটা সকেটের লকটাকে অানলক করে যাতে করে প্লাগের বাকি দুই পিন সকেটে প্রবেশ করতে পারে। এটা নিরাপত্তাজনিত কারনে করা হয়েছে। সাথে বাড়তি সুবিধা হিসাবে যন্ত্রে যদি কোন স্ট্যাটিক চার্জ জমা থাকে সেটাও ডিসচার্য হয়ে যায়। 

ধন্যবাদ।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ