শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এটাকে ইসলামী সংস্কৃতি মনে করে এভাবে বিদায় জানানো নাজায়েয। বিদায় মুহূর্তে বিদায় দানের শরী‘আতের নির্দিষ্ট পদ্ধতি হলো- সালাম দেয়া এবং মুসাফাহা করা। মুসাফাহার পর (ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম) এই দু‘আটি পড়া, সুতরাং এর স্থলে অন্য কিছু ব্যবহার করা বা সংযোজন করা সম্পূর্ণ শরী‘আত পরিপন্থী ও নাজায়েয। কেননা সালাম ও মুসাফাহার স্থলে ‘খোদা হাফিয’ বললে তো শরী‘আতের বিকৃতি সাধন করা হলো। আর সালামের সাথে তা যুক্ত করে বললে শরী‘আতের উপর অতিরিক্ত করা হলো। সুতরাং এর কোনটিই করা যাবে না। তবে সাধারণ অবস্থায় তা নাজায়িয না হলেও এ থেকে বিরত থেকে কেবল ইসলামী পদ্ধতিই অবলম্বন করা চাই।- সুনানে আবী দাউদ: ২/৩৫১, তিরমিযী: ২/১০০, আহসানুল ফাতাওয়া ১/৩৮৫।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ