আমার  মুবাইল পানিতে পড়ে গিয়েছিলো টিক করার কিছুদিন পর থেকে,

মুবাইলের চার্য ১০০% করলে ৫০ এসে অফ হয়ে যায় 

ব্যাটারী খুলার পর আবার চার্য হয়ে যায় 

তারপর ৫০ এর উপরে করলে 

চার্য এক যায়গায় থাকে তারপর হঠাৎ অফ হয়ে যায় 

এখন আমি কি করতে পারি  


শেয়ার করুন বন্ধুর সাথে

সম্ভবত ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারি টা একবার অটো চার্জার দিয়ে কিছুক্ষণ চার্জ দিয়ে তারপর আবার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিয়ে দেখতে পারেন। ঠিক না হলে ব্যাটারি পরিবর্তন করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ