Jamiar

Call

এরকম টি হওয়ার কয়েক টি কারন  হতে পারে

  1. যোনিতে ইনফেকশন হলে।
  2. রক্তশল্পতা বা শারীরিক দুর্বলতা. 
  3. সহবাসের পর ইমার্জেন্সি পিল খাইলে।
  4. মাসিক অনিয়মিত ভাবে হলে।
আপনি বলেন নি আপনার স্ত্রীর মাসিক অনিয়মিত কি না।আর সহবাসের পর ইমার্জেন্সি পিল খেয়েছেন কিনা তাও বলেন নি।তবে যদি সহবাসর সঠিক সময়ে ইমার্জেন্সি পিল খায় তাহলে প্রেগন্যান্ট হবে না অপেক্ষা করুন মাসিক হবে।
আপনি আগামী ১ সপ্তাহ অপেক্ষা করুন এর মধ্যে মাসিক না হলে গাইনি চিকিৎসক এর পরামর্শ নিবেন বা স্বাস্থ্য সেবা ক্লিনিকে যান।পাশাপাশি ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন ও চিকিৎসক এর পরামর্শ নিয়ে ভিটামিন ও আয়রনের  ঔষধ খান।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ