আমি ২০১৬ সালে JSC পরিক্ষা দেই এবং২০১৯ সালে আমার SSC পরিক্ষা দেওয়ার কথা ছিল    কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে আমি পরিক্ষা দিতে পারি নাই কিন্তু আমি আবার উন্মুক্ত থেকে পরিক্ষা দিতে চাই কিভাবে দিব বললে উপকার হতো                    
Share with your friends
Call


ভাই আপনার বাড়ি কোথায়? আর এখন যদি আপনার পড়ার ইচ্ছে সত্যিই হয়ে থাকে তাহলে আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি- হতে পারেন। বিস্তারিত জানতে চাইলে আমার গ্রুপ লিংকে জয়েন হোন- https://www.facebook.com/messages/t/2371886472850933



আর যখন ভর্তি আবেদন শুরু হবে আমি তখন আপনাকে জানিয়ে দিব।


আপনার বিস্তারিত জানাবেন প্লিজ।

Talk Doctor Online in Bissoy App

হ্যা, আপনি জেএসসি সার্টিফকেট দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।

ভর্তি শুরু হয়েছে। চলবে ৩১-১২-২০১৯ পর্যন্ত। 

আপনি পাশের কোন স্টাডি সেন্টারে যোগাযোগ করুন।

www.bou.edu.bd এ ঠিকানা থেকে ভর্তি সংক্রান্ত তথ্য পাবেন।

ssc_admi20_021019.pdf (0,1 MB)       

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকার একটি টিউটোরিয়াল সেন্টারে যোগাযোগ রাখুন। প্রতি বছরই ভর্তির সার্কুলার দেয়া হয়ে থাকে। সার্কুলার দেয়ার সাথে সাথেই ভর্তি হয়ে যাবেন। আপনি ভর্তি হলে পরে আপনাকে বাউবি থেকে পাঠ্য পুস্তক দেয়া হবে। সর্বোপরি আপনাকে আপনার নিকটস্থ টিউটোরিয়াল সেন্টারে যোগাযোগ রাখতে হবে। আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকায় কোন টিউটোরিয়াল সেন্টার না থাকলে তৎপার্শবর্তি কোন টিউটোরিয়াল সেন্টারে যোগাযোগ রাখতে হবে। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App