ইংরেজি প্রথম পত্রের সামারি অংশে আমি যদি আনসীন থেকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো বাছাই করে যদি আনসীন প্যাসেজের সঙ্গে হুবহু মিলিয়ে লেখি তাহলে কি হবে? 
শেয়ার করুন বন্ধুর সাথে

না। সামারি হুবুহু তুলে দিয়ে আসা যাবে না। তাহলে নাম্বার কম পেতে পারেন।  সামারি মূল প্যাসেজটা বুঝে পুরোপুরি নিজের ভাষায় লিখতে হবে।  নয়তো কোন লাইনেএ সাথে হুবুহু মিলে গেলে আপনার নাম্বার কেটে নেওয়া হতে পারে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

না , সারাংশের সাথে হুবহু লিখলে সব বাক্য মিল খেতে পারে না । আর আপনাকে তখন অর্থগত দিকটা মনে রাখতে হবে , যখন সামারি লিখতে যাবেন । একটা আনসিন গল্পে সামারির ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য বাক্য খুঁজে পেলে পেতেও পারেন , এর বেশী কি সম্ভব?!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হুবহু লেখাটা উচিত হবে না। ওগুলোই লিখবেন, কিন্তু অন্যভাবে লিখবেন। তাহলে ভালো মার্কস পাবেন। হুবহু লিখলে মার্কস কম দিতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ