শেয়ার করুন বন্ধুর সাথে

তোমার জন্য এক ফালি চাঁদ, এক থালা তারা পূর্ন,
তোমার জন্য আকাশের নীল সবুজ বন অরন্য।
তোমার জন বাতায়নে আশা, তোমার জন হাহাকার,
তোমার জন্য রংধনুতে সাতটি রংএর সমাহার।
তোমার জন্য হৃদপিন্ডের সারাটিক্ষণ কম্পন,
তোমার জন্য রক্তের শিরা উপশিরায় স্পন্দন।
তোমার জন্য হিমালয়টা আজও দেখ কত শান্ত,
তোমার জন্য ফুলদানিটাও, ফুলের মত জীবন্ত।
তোমার জন্য সবটুকু সুখ, তোমার জন্য যুদ্ধ,
তোমার জন্য পৃথিবীটা দেখে আজও হই আমি মুগ্ধ।
তোমার জন্য গোলপের দিকে, চেয়ে হই আজও মগ্ন,
তোমার জন্য বিরহি কুহু,খুজে ফিরে তার লগ্ন।


নিচের দেওয় লিংকে যান শতশত প্রেম ভালোবাসা নিয়ে কবিতা পাবেন।

https://truelovesms.com/premer-kobita-valobasar-kobita/#

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ


প্রেম ভালবাসা নিয়ে একটা ভাল কবিতাঃ

ফুল যদি লাল হয়,

মেঘ হয় কালো 

পাখি যদি গান গায়,

সূর্য দেয় আলো 

তুমি যদি প্রেম কর, 

বাসব আমি ভালো  

কেমন???


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ