আমার বর্তমান বয়স ২৩ বছর । আমার বাবা একজন দিনমজুর। আমি ২০১২ সালে টেকনিক্যাল বোর্ড থেকে (4.12) পেয়ে "SSC" পাশ করি । পড়ে এইচএসসি ভর্তি হই  কারণবশত এইচএসসিতে পর পর দুই বার ফেল করি । পাশ করার কথা ছিল ২০১৪ সালে । ফেল করার কারণে এইচএসসি টেকনিক্যাল বোর্ড থেকে (3.44) পেয়ে পাশ করি ২০১৬ সালে । এখানে আমার দুই বছর গেপ পড়ে যায় । পরবর্তীতে আমি ২০১৬ সালে দুই বছর গ্যাপ এর কারণে অনার্স এ আবেদন করতে পাড়ি নাই । ২০১৬ সালে  আমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর (Bsc) ডিগ্রিতে ভর্তি হই । আবেদন এর সময় না দেখে পরে দেখি এখানে (Bsc) ভর্তি হয়েছে মাত্র তিন জন ছাত্র/ছাত্রী । প্রথম বছর ই একজনের বিয়ে হয়ে যায় । বাকি থাকি দুইজন । দুই জনের পড়ে পড়াশোনা বাদ পড়ে যায় । এখানে আমার আবার দুই বছর গ্যাপ পড়ে যায় ।  মোট এখন আমার ৪ বছর গ্যাপ পড়ে যায় । এতটা গ্যাপ এর মাঝে কোন চাকরি পাইনি । এখন আমি আবার পরাশুনা করতে চাচ্ছি এখন কিসে ভর্তি হলে ভালো হবে ‌। সামনের দিনগুলোতে কিভাবে ভালো করতে পাড়ি । আপনাদে্য মূল্যবান মতামত দেওয়ার জন্য বিনীত ভাবে আকুল আবেদন করছি ।


শেয়ার করুন বন্ধুর সাথে