শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথমে আপনাকে জানতে হবে তড়িৎ উৎসটি কত ভোল্টের (V)  আর লাইট বা মোটর ইত্যাদি যেটি ব্যাবহার করবেন সেটি কত ভোল্টের (V) ।তারপর সেই লাইট বা ফ্যান এর এ্যাম্পিয়ার (A) বের করতে হবে।যদি মিলি এ্যাম্পিয়ার (mA) লেখা থাকে তাহলে তাকে "১০০০" দিয়ে ভাগ দিয়ে এ্যাম্পিয়ার (A) করতে হবে।এরপর অতিরিক্ত ভোল্ট ( V) বের করতে ,V=(উৎস-লাইট বা ফ্যান)V. এরপর রোধের মান, R=(V/I)π (ওহম)। হিসেব করে যে মান বের হবে সে মানের রোধ লাগাতে হবে।এখন, অনেক সময় দেখা যায় ঠিক মানের রোধ ব্যাবহার করেও রোধটি গরম হয়ে যায়।তার কারণ,রোধটির মান ঠিক আছে কিন্তু আকারটি ঠিক নাই।তাই আকার নির্ণয়ের জন্য, "P=(V.I) A. P" এর মান 1 এর চেয়ে কম হলে কোয়াটার ,1 হলে 1/2 (হাফ) এবং তার থেকে বেশি গুলোতে 1 মানের রেজিস্ট্যান্স বসাতে হবে।ছবিতে যে উদাহরণ দেওয়া আছে,সেটার মান "0.1375 A" তাই এখানে "220π (ওহম)Upload failed: [object Object]image image " এর কোয়াটার রোধ (রেজিস্ট্যান্স) দিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ