শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উদ্দীপকে উল্লিখিত প্রজাতিটি Saccharomyces cerevisiae।Saccharomyces cerevisiae প্রজাতিতে হ্যাপ্লো-ডিপ্লোবায়োন্টিক জীবচক্র দেখা যায়। এটি নিচে বর্ণিত ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন হয়।১. বিপরীত যৌনবিশিষ্ট (+ ও - স্ট্রেইন) দুটি হ্যাপ্লয়েড অঙ্গজ কোষ সংশ্লেষ পদ্ধতিতে মিলিত হয়ে একটি ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। একে প্লাজমোগ্যামি বলে। পরে এদের নিউক্লিয়াস দুটিও মিলিত হয়। তখন তাকে বলা হয় ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামির ফলে একটি জাইগোট (2n) সৃষ্টি হয়।২. জাইগোটটি ডিপ্লয়েড অঙ্গজ কোষ হিসেবে বাডিং পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করতে থাকে।৩. পরে কিছু ডিপ্লয়েড কোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অ্যাসকাসে পরিণত হয়।৪. অ্যাসকোসের নিউক্লিয়াসটি মায়োসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয় এবং সাইটোপ্লাজম, আবরণীসহ একেকটি অ্যাসকোস্পোর সৃষ্টি করে। প্রতিটি অ্যাসকাস থেকে চারটি হ্যাপ্লয়েড অ্যাসকোস্পোর সৃষ্টি হয়। সাধারণত দুটি অ্যাসকোস্পোর ‘+’ এবং দুটি ‘-’ প্রকৃতির হয়।৫. অ্যাসকাস থেকে বের হয়ে স্পোরগুলো স্বতন্ত্র অঙ্গজ ইস্ট কোষ হিসেবে কাজ করে এবং বাডিং পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ