শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুসলিম শরীফের ৩৯৪ নং হাদীস হলোঃ হযরত কাবীসাহ ইবনে মুখারিক ও যুহায়পর ইবনে আমর (রাঃ) বলেন, যখন এ মর্মে আয়াত নাযিল হয়, “তোমার নিকটাত্মীয়বর্গকে সতর্ক করে দাও” (সূরা আশ শু’আরা, আয়াত নং ২১৪) তখন রসূলুল্লাহ্‌ (সঃ) পর্বতের বৃহদাকার পাথরের দিকে গেলেন এবং তার মধ্যে সবচেয়ে বৃহত্তর প্রস্তর খণ্ডে আরোহণ করলেন। এরপর তিনি আহ্বান জানালেন, ওহে আবদ মানাফ-এর বংশধর! আমি (তোমাদের) সতর্ককারী। আমার ও তোমাদের উপমা হল এমন এক ব্যক্তির ন্যায়, যে শত্রুকে দেখতে পেয়ে তার লোকদের রক্ষা করার জন্য অগ্রসর হলো, পরে সে আশঙ্কা করল যে, শত্রু তার আগেই এসে যাবে। তখন সে ‘ইয়া সাবাহ্‌’ (হায় মন্দ প্রভাত!) বলে চিৎকার শুরু করল। [ হাদিসের মানঃ সহিহ ]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ