আমি ২০১৪ তে মেট্রিক এবং ২০১৬ তে ইন্টার পাশ করি, এরপর বাবার জেদের কারনে আমাকে কৃষি ডিপ্লোমার চার বছর মেয়াদী কোর্সে ভর্তি হতে হয়। এখন আমি কোর্সটা করে সরকারীভাবে কোনো কোর্স বা বিএসসি করতে পারবো কি? আর যদি না পারি তাহলে জেনারেল লাইনে উন্মুক্ত থেকে অনার্স পড়লে কি কয় বছরের মধ্যে তা শেষ করতে পারব? উন্মুক্ত থেকে অনার্স পরলে কি সার্টিফিকেট পেতে কোনো সমস্যা হয় কিংবা অনেক সময় লাগে? আর খরচ কত পরবে বিএসসি বা অনার্স করতে? 

শেয়ার করুন বন্ধুর সাথে