শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতা ও পরীক্ষার নিয়ম : ক ইউনিটে (বিজ্ঞান) এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে কমপক্ষে ৩.৫ করে টোটাল ৮.০০ পেলেই এপ্লাই করতে পারবা। খ ইউনিটের (আর্টস) ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে ৩.০০ করে টোটাল ৭.০০ পেতে হবে। গ ইউনিটের ক্ষেত্রে (ব্যবসায় শিক্ষা) এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে ৩.৫ করে টোটাল ৭.৫ পেতে হবে। আর ঘ ইউনিটে আবেদনের ক্ষেত্রে নিজ নিজ ইউনিটের জিপিএ ই প্রযোজ্য হবে। চ ইউনিটে আবেদনের ক্ষেত্রে মোট জিপিএ ৬.৫০ এবং আলাদাভাবে SSC ও HSC তে কমপক্ষে ৩.০০ করে থাকতে হবে৷ ঢাবিতে নিজ নিজ ইউনিটে এপ্লাই এর জন্য সাব্জেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। তবে ডি ইউনিটের ক্ষেত্রে HSC তে ইংরেজিতে বা কোনো সাবজেক্ট এ B গ্রেডের নিচে থাকলে এপ্লাই করা যাবে না। ঢাবিতে MCQ ৭৫ নাম্বার, রিটেন ৪৫ নাম্বার। মোট ১২০ নাম্বারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেড় ঘণ্টায় এমসিকিউ অংশের ৭৫ নম্বর এবং লিখিত ৪৫ নম্বরের উত্তর করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। মোট ১২০ নাম্বারের ভর্তি পরীক্ষা। সকল ইউনিটের পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়, শেষ হবে ১১:৩০ টায়। ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর নেওয়া হবে। এছাড়া চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান - ৫০ নাম্বার ) ১৪ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর (অংকন - ৭০ নাম্বার ) অনুষ্ঠিত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ