Call

নিও ক্লোবিনেট জি এম  ক্রীমটি ব্যাবহার করুন । ৭ দিনেই সমস্যার সমাধান পাবেন । সেরে যাবার পর ১ মাস ব্যাবহার করুন । নিও ক্লোবিনেট জি এম ফার্মেসিতে পাবেন । এটি ভারতের তৈরি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বর্তমানে সকল প্রকার ক্রিম বা ফেসওয়াস ব্যাবহার করা থেকে বিরত থাকুন। হলুদ এবং দেশী নিমের পাতা বেটে মুখে গোসলের আগে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। মুখে বরফের টুকরা দিয়ে ঘুষোঘুষি করুন ৪-৫ মিনিট। পর্যাপ্ত পরিমানে পানি পান করুন। প্রতিদিন অন্তত ৭-৮ ঘন্টা ঘুমান। কোনো প্রকার টেনশন বা মানসিক চাপে থাকবেন না। আর হামদর্দ কম্পানির (ছাফী) SAFI সিরাপটি টানা ৩ টা ফাইল সেবন করুন। এইভাবে ২-৩ মাস নিয়ম মেনে চলুন আশাকরি ইনশাল্লাহ আপনার ত্বকের সকল ব্রণ বা ব্রণ জাতীয় সকল সমস্যা সমাধান হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।  এছাড়া Clean & Clear Pimple Clearing Face Wash ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ