বিস্তারিত সহ বলুন? কয়টার মধ্যে ম্যাসেজ দিতে হবে এবং রেজাল্ট পাবলিশ হবার সময়?
Share with your friends
Luv

Call
প্রথমে Type করুন HSC<1ST 3 LETTER OF BOARD>ROLL>YEAR লিখে তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।আপনার result জানিয়ে দেওয়া হবে।Result প্রকাশিত হওয়ার পর যে কোনো সময়ে ১৬২২২ নাম্বারে এসএমএস করতে পারেন
Talk Doctor Online in Bissoy App
প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান... টাইপ করুন-  HSC First 3 letters of board HSC Roll 2019 আর ম্যাসেজটি সেন্ড করুন "16222" নাম্বারে।
Talk Doctor Online in Bissoy App
Call

প্রথমে  HSC (স্পেস/ফাকা) দিবেন আপনার বোর্ডের প্রথম তিনটি অক্ষর দিবেন ( স্পেস) আপনার রোল( স্পেস) পাশের শন লিখে ১৬২২২ নাম্বার এ পাঠিয়ে দিন। দিনাজপুর বোর্ডের একটা উদাহরণ  যেমনঃ HSC DIN 416167 2019

Talk Doctor Online in Bissoy App
Shawn

Call
মোবাইলে এইচ এস সি পরিক্ষার(SMS) এর মাধ্যমে পরীক্ষার ফলাফল পেতে আপনাকে যা যা অনুসরণ করতে হবে তা হলঃ সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এসএমএস পদ্বতিঃ HSC আপনার বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণঃ HSC DHA 123456 2019 & Send to 16222 মাদ্রাসা শিক্ষাবোর্ডের জন্য এসএমএস পদ্বতিঃ HSC MAD রোল নম্বর পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণঃ HSC MAD 123456 2019 & Send to 16222 ভোকেশনালের জন্য এসএমএস পদ্বতিঃ HSC TEC রোল নম্বর পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণঃ HSC TEC 123456 2019 Send to 16222 এই নিয়ম অনুসরণ করে যে কোন মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে পারেন। এসএমএস পাঠানোর কিছুক্ষন পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে! রেজাল্ট দুপুর ১২:০১ মিনিটে প্রকাশ পাবে!তবে সার্ভারে অনেক চাপ পড়ে যার ফলে অনেকেরই রেজাল্ট জানতে সমস্যা হয়।তাই একটু পরে অাবার চেষ্টা করুন!
Talk Doctor Online in Bissoy App