আমি কিছু দিন আগে আমার লেপটপ এ উইন্ডোজ ১০ ইনস্টল করি এখন মডেম দিয়ে নেট চালালে অট্মেটিক এম বি কাটে আমি এর আগেও উইন্ডোজ ১০ চালাইতাম তখন এম বি কাটতো না সকল প্রকার আপডেট অফ আছে । অনেক সময় মডেম কানেক্ট করলে এম বি কাটে না কিন্তু যখন কোন ব্রাউজারে যেমন গুগোল ক্রোম ফায়ার ফক্স ওপেন করি তখন দেখা যায় মিনিটে ১৫ থেকে ২০ এম বি কাটে নিছে কোন সাইট ব্রাইজিং না করলেও আমি এর আগে যে ডিস্ক থেকে উইন্ডোজ ইনস্টল করেছিলাম সেই ডিস্ক টা আর নাই নতুন ডিস্ক কিনে ২ বার চেক করেছি এই সমস্যা কিভাবে এটা থেকে মুক্তি পাব আগে আমি ৩০০-৪০০ এম বি দিয়ে ৬ ঘন্টার বেশি নেট ব্রাউজিং করতে পারতাম কিন্তু এখন মিনিটে ১৫-২০ এম বি কাটে
Share with your friends

WINDOWS 10 এরকম সমস্যা আছে।।WINDOWS 10 কে সবসময় ইন্টারনেট কানেক্টেড করা হয়েছে।আপনি ইন্টারনেট কানেক্ট করলেই তা নিজেই সিস্টেম সফটওয়্যার আপডেট করতে থাকবে।এখন যদি আপনি windows auto update ডিজেবল করেন কতক্ষন পর তা অটো আনেবল হয়ে যাবে।এথেকে পরিত্রান পাওয়ার একমাত্র উপায় হল কোন এপ ব্যাবহার করে ENTERNET MANAGE করা।আমি নিজেও এ সমস্যার সম্মুখিন।তাই আমি NETLIMITER4 নামে এপ ইউজ করি।এতে নির্দিষ্ট এপ ছাড়া বাকি গুলোর পার্মিশন কেটে দিই।আপনিও এটা ব্যাবহার করুন।ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App